Sunday, March 11, 2012

নারী নির্যাতনরামুতে সংখ্যালঘুকে নির্যাতন

রামুতে গৃহবধূকে এসআইর নির্যাতন : কক্সবাজারের রামুতে আসামিকে না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়েছে রামু থানার বিতর্কিত দারোগা (এসআই) রুহুল আমিন। তার বন্দুকের বাটের আঘাতে ওই গৃহবধূর বাম হাতের কনুইয়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার খবর প্রকাশ করলে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করাসহ নানা ধরনের হুমকির ঘটনায় পুরো রামুতে তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশরে বর্বর নির্যাতনের শিকার গৃহবধূ বিপু বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের রোজেন বড়ুয়ার স্ত্রী। গতকাল দুপুরে হাইটুপী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বিপু বড়ুয়া জানান, দুপুরে তিনি ৬ বছরের সন্তানসহ ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় রামু থানার এসআই রুহুল আমিন ও তিনজন কনস্টেবল বাড়ির ভিতরে প্রবেশ করে তার স্বামী কোথায় জানতে চান। স্বামীর অনুপস্থিতির কথা জানাতেই এসআই রুহুল আমিন বিপু বড়ুয়াকে চুল ধরে মারধর ও পাশবিক নির্যাতন শুরু করে। পরে বন্দুকের বাঁট দিয়ে তাকে আঘাত করলে তার চিত্কারে শাশুড়ি কাজলী বড়ুয়া ও জা চুমকী বড়ুয়া এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ ব্যাপারে এসআই রুহুল আমিন মোবাইল ফোনে ওই গৃহবধূকে মারধরের বিষয়টি অস্বীকার করেন এবং এ ব্যাপারে অসত্য সংবাদ ছাপলে সাংবাদিকের বিরুদ্ধে জিডি করার হুমকি দেন। 

No comments:

Post a Comment